রবিবার, মে ০৬, ২০১৮

দলত্যাগী তৃনমূল নেতাদের ভাগারের মাংসের সাথে তুলনা অভিষেকের

ওয়াসিম বারি

"বিজেপি মানে এখন আর ভারতীয় জনতা পার্টি নেই, বিজেপি মানে এখন ভাগাড় জঞ্জাল পার্টি তে পরিনত হয়েছে"---শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মাটিয়া হাইস্কুল মাঠে তৃনমূলের এক জনসভায় এসে এ কথাই বললেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ দিন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, " ভাগাড়ের মাংস নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা হচ্ছে ।এই ভাগাড়ের মাংসের খবর দেখলে বিজেপির কথা মনে পড়ে যায় ।ভাগাড় মানে পশু মারা গেলে কিংবা পচে গেলে ভাগাড়ে ফেলে দেওয়া হয় । আমরা যাকে দল থেকে বাদ দিয়ে আবর্জনা তে ফেলে দিয়েছি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড়ো করার চেষ্টা করছেন" । এছাড়া তিনি আরও বলেন,  আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আপনারা প্রার্থী কে দেখবেন না, সব কটি আসনের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । জোড়াফুলে ফোট দেওয়া মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া । এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন  রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,  মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ জেলার একাধিক বিধায়ক ও তৃনমূলে র নেতারা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER