মোল্লা জসিমউদ্দিন
বর্ধমান এবং বীরভূম জেলার সংযোগকারী মঙ্গলকোটের অজয় নদের উপর লোচনদাস সেতুতে পথবাতি লাগানোর দাবি দীর্ঘদিনের।প্রায় এক কিমি বিস্তৃত এই সেতুটি শুধুমাত্র এই দুটি জেলা নয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগকারী মূল সেতু হিসাবে পরিচিত। ৭ নং রাজ্য সড়ক ধরে প্রতিনিয়ত হাজারের বেশি যানবাহন যাতায়াত করে এই সেতুটির উপর।গত দুই বছরে পাঁচের বেশি এলাকাবাসী প্রাণ হারিয়েছেন লোচনদাস সেতু সংলগ্ন এলাকায়।পথবাতি না থাকায় রাতে যেমন এই সেতুর উপর গাড়ী চালালে দৃশ্যমান কম থাকে, আবার নদী থেকে পঞ্চাশ ফুট উপরে থাকায় গাড়ী নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে গেলে হানাহানির সম্ভাবনা বিপুল থাকে।এমনিতেই সন্ধে নামলে সেতুর উপরে ইভিটিজারদের দৌরাত্ম্য বেড়ে যায়, মদ্যপদের বাড়বাড়ন্তও কম নয়।অন্ধকারের সূযোগে নানান অসামাজিক কাজকর্ম চলে বলে এলাকাবাসীদের অভিযোগ। তাই মঙ্গলকোটের লোচনদাস সেতুতে পথবাতি দেওয়াটা আবশ্যিক হয়ে উঠছে।তবে ভাতার পূর্ত বিভাগ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি পথবাতি লাগানোর প্রস্তাবনা জেলাপ্রশাসন কে দেওয়া হবে।