সেখ সামসুদ্দিন
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্ৰামের পাড়ায় পাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে মেমারি কলেজ তৃণমূল ছাত্র পরিষদে উদ্যোগে মেমারি ব্লক ও শহর ছাত্র পরিষদ সভাপতি মুকেশ শর্মার নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল মাপের কাটাউট সহযোগে কয়েক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই মিছিল মেমারি শহর প্রদক্ষিণ করে।