উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
১৪ ই মে ভোট হবে কিনা তা মঙলবারের আগে জানা না গেলেও ভোটের সব রকমের প্রস্তুতির কাজ সেরে ফেলছেন প্রশাসন।জয়নগর ১নং ব্লকের ডিসিআরসি করা হয়েছে বহরু হাইস্কুলকে।গননাকেন্দ্র সহ ভোটের সব কাজ আজ থেকে চলছে ওই স্কুলে।আজ থেকে ঐ স্কুলে শুরু হয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষন। কালও হবে প্রশিক্ষণ। ভোটের গননা কেন্দ্র হবার কারনে স্ট্রং রুম তৈরি করা হয়ে গেছে। এই রুম সহ সারা স্কুলে সিসি ক্যামেরা লাগানো হছে।চলছে প্যান্ডেল তৈরির কাজ।ব্লক সূত্রে জানা গেল,তারা ভোটের জন্য সবরকম ভাবে তৈরি আছে।সোমবার ওখানে পিসাইডিং ও পোলিং অফিসার হিসাবে ৮৩৬ জন প্রশিক্ষণ নিয়েছেন।জেলা ও জেলার বাইরে থেকেও অনেক ভোট কর্মী আজ এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন।আজ থেকেই বহরু হাইস্কুলভবন ব্লক প্রশাসনের হাতেই চলে গেলো।