ওয়াসিম বারি
উওর ২৪ পরগনার বারাসাত ২ এর কৃওিপুর ১ গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান ইয়ানবি মুদী এবারের সাংবেড়িয়া ১৪ নং বুথে তৃনমূল কংগ্রেসের প্রার্থী। য়ানবি মুদী জানান ১৪ নং বুথে গতকাল রাতে তৃনমূলের পতাকা খুলে ফেলে দেয় ও ফেসটুন ব্যানার পোষ্টার ছিড়ে দেয় l অভিযোগের তীর নির্দল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে শাসন থানার পুলিশ।