ওয়াসিম বারি
বিজেপি দল টা হলো একটা অসভ্য, গুন্ডাদের দল, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেখানেই যান তার চব্বিশ ঘণ্টার মধ্যে আমাদের কর্মীরা বিজেপির হাতে আক্রান্ত হয় । বিজেপির হয়ে দালালি শুরু করেছে সিপিএম ও কংগ্রেস । বাংলার মানুষ এ সব মেনে নেবে না। বাংলার মানুষ ভরসা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর"---- সোমবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের খারো স্কুল মাঠে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তৃনমূল প্রার্থীদের একটি প্রচার সভায় এসে এ কথাই বললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ।