মোল্লা জসিমউদ্দিন
এবার মঙ্গলকোট থেকে কলকাতা/দীঘাগামী সরকারী বাস (এসবিটিসি) এর টিকিট বুকিং করা যাচ্ছে।সকালের দিকে কীর্ণাহার থেকে মঙ্গলকোটের নুতনহাটের উপর দিয়ে ৩ টি বাসের ক্ষেত্রে এটি শুরু হয়েছে।নুতনহাট বাইপাস মোড়ে এই টিকিট কাটা যাচ্ছে।দুরপাল্লা গাড়ীগুলিতে কলকাতা কিংবা দীঘা যেতে প্রায় তিনঘন্টা দাঁড়িয়ে যেতে হয় মঙ্গলকোটে উঠা যাত্রীদের।প্রায়শ কলকাতা যাওয়া এক ব্যবসায়ী আব্দুল কায়ুম জানান - আগে ভাগ্যের উপর ভরসা করে বাসে উঠতাম, সিট পাওয়া লটারি জেতার মতন হত।অনলাইন বুকিং ৩৫ কিমি দূরে বর্ধমান শহরে হয়, মঙ্গলকোটে এই পরিষেবা পাওয়া সত্যিই আনন্দের।