বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

কবি সুব্রত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ প্রকাশে মন্ত্রী


শ্যামল রায়

মগরার বিশিষ্ট কবি সুব্রত ভট্টাচার্যের কাব্য 'মুক্ত ঝিনুক'এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
কবির কাব্যটি উদ্বোধন করে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন - যে জেনেছি সুব্রত ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কবিতা লিখে যাচ্ছেন এবং তাঁর কবিতার মধ্যে সামাজিক একটা বার্তা লক্ষ্যণীয় পাশাপাশি রোমান্টিকতা রয়েছে তাঁর কবিতার প্রতিটি শব্দে।ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি কাব্য বের করে ফেলেছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি।
পূর্ব মেদিনীপুরের কঙখাল পত্রিকার উদ্যোগে ব্যবস্থাপনায় একটি কবিতা উৎসবে সম্মানিত করা হয় কবি সুব্রত ভট্টাচার্যকে। কবি সুকান্ত ভট্টাচার্যের ভূয়শী প্রশংসা করেন ডেবরার বিধায়ক সেলিমা খাতুন ও শিল্পী সুকেশ মন্ডল সহ অনেকে।জানা গিয়েছে যে কবি সুব্রত ভট্টাচার্য সন্তান সায়ন্তন ভট্টাচার্য একজন প্রাণী মৎস্য দপ্তরের বিজ্ঞানী। তার একমাত্র মেয়ে ও নিতে বিশেষ জায়গা দখল করে নিয়েছে সারা ভারতবর্ষে। কিছুদিন পরেই নৃত্য পরিবেশন করতে যাবেন বাইরের রাজ্যে।জানা গিয়েছে কবির সুব্রত ভট্টাচার্যের গোটা পরিবার তাই সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত এবং বিশেষ জায়গা দখল করে নিয়েছেন রাজ্যের বুকে। ইতিমধ্যেই কবিতা লিখে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি সুব্রত ভট্টাচার্য। মগরার বাসিন্দা হয়েও রাজ্যজুড়ে তার কবি পরিচিতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER