বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

প্রাথমিক বিদ্যালয়গুলি কে সম্মান পূর্ব বর্ধমান প্রশাসনের


শ্যামল রায়

পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম জেলার সেরা সেরা বিদ্যালয় এর সম্মান সেই সাথে শিক্ষক-শিক্ষিকা এবং একাধিক পুরস্কার দেয়া হলো জেলা প্রশাসনের তরফ থেকে।বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার লোকসংস্কৃতি মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার সেরা বিদ্যালয় প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব অতিরিক্ত জেলাশাসক শিক্ষা প্রবীর চট্টোপাধ্যায় শিক্ষা সংসদের সভাপতি অচিন্ত্য চক্রবর্তী মাধ্যমিকের খগেন্দ্রনাথ রায় জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র পাল সহ অনেকে।
এ দিনে জেলার সেরার সেরা প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পূর্বস্থলী অন্নদাপ্রসাদ পি এফপি বিদ্যালয়। এছাড়াও ইনফরমেশন টেকনোলজি তে সেরার সেরা বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে কালনা ১ নম্বর ব্লকের সূর্যপুর এফ পি বিদ্যালয়। এছাড়াও সেরার সেরা হাইস্কুলের পুরস্কার পেয়েছে বর্ধমানের বিদ‍্যা শ্রী বালিকা বিদ্যালয়। শিক্ষিকা হিসেবে পুরস্কার পেয়েছেন কালনা ১ নম্বর ব্লকের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা নাথও কালনা মহারাজা উচ্চবিদ্যালয় এর শিক্ষক অমল কুমার   কোঙার ।আরো জানা গিয়েছে যে বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষা মিড ডে মিলের খাবার সহ বিদ্যালয় এর পরিবেশ পর্যাপ্ত পানীয় জল শৌচাগার আছে কিনা। সার্বিকভাবে জেলার পরিদর্শকদের এক প্রতিনিধিদল নিয়মিত পরিদর্শনের ভিত্তিতে এই ধরনের পুরস্কার দিল জেলার প্রশাসন। খুশি জেলার শিক্ষক-শিক্ষিকারা। পূর্বস্থলীর অন্নদাপ্রসাদ বিদ্যালয় এর শিক্ষক রথীন সরকার জানিয়েছেন যে এই ধরনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় এর সুনাম যেমন বাড়বে তেমনি উৎসাহ-উদ্দীপনায় বিদ্যালয় পঠন-পাঠনে  মান বাড়বে তেমনি বিদ্যালয় এর পরিকাঠামোর উন্নয়ন হবে। বিদদালয়ের পরিবেশের শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER