রবিবার, মে ০৬, ২০১৮

যৌন হেনস্থার প্রতিবাদে পুরুলিয়ায় জনরোষ বাড়ছে

সঞ্জয় হালদার

আজকেও পুরুলিয়ার জেলার জঙ্গলমহল তথা মানবাজার 2 ব্লক আদিবাসী ও মুলনিবাসীদের মিটিং, মিছিল ও জনসভাতে সরগরম রইলো। গতকাল জঙ্গলমহল এলাকার সুসুনিয়া একলব্য আবাসিক স্কুলে অভিযোগ ওঠে একজন অশিক্ষক গ্রুপ" ডি" কর্মচারী  দীর্ঘদিন যাবৎ নাবালিকা আদিবাসী ছাত্রীদের যৌন হেনস্তা করে আসছিলেন বিভিন্ন কাজের অছিলায়, ভয় ও ভীতি প্রদর্শন করে এবং অনেক সময় জোরপূর্বকও । খবরে প্রকাশ এই রকম নোংরা কাজকর্ম করতে গিয়ে খবরটা জানাজানি হয় যখন একজন আবাসিক ছাত্রী শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে । আর এরেই প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও  শাস্তি প্ৰদান, প্রধান শিক্ষককে বরখাস্ত ,এলাকার বাসিন্দা তথা স্থানীয় বিধায়ক এখন পর্যন্ত স্কুল পরিদর্শনে না আসা ও নির্যাতিতা ছাত্রীদের পাশে না দাঁড়ানো এমন হাজারো অভিযোগ এবং দাবী দাবা নিয়ে আজকেও সুসুনিয়া একলব্য স্কুল সন্নিকট মাঠে " ভারত জাকাত মাঝি পারগানা মহল "" জুয়ান মহল ,' "ভারত জাকাত পাঠুয়া গাঁওতা ' ও আদিবাসী একতা মঞ্চের যৌথ উদ্যোগে বিশাল আদিবাসী ও মুলনিবাসী জমায়েত করলো,ও কুস পুত্তলিকা পোড়ানো হয় ।এই মুহুর্তে শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলেদের কাছে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচন আগে ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER