ওয়াসিম বারি
চার জন বাংলাদেশী গ্রেপ্তার বাদুড়িয়ায় ,পুলিশ সূত্রের খবর গত এক বছর আগে এরা চোরা পাথে এ দেশে প্রবেশ করে সোজা উত্তরপ্রদেশ এর এক মাদ্রাসায় স্থান নেয় , এক বছর সেখানে থাকার পর তারা পশ্চিমবঙ্গ হয়ে চোরা পথে বাংলাদেশের উদ্যেশে রত্তনা হয় , বাদুড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই চার জন বাংলাদেশী কে গ্রেপ্তার করে , অাজ এই চারজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ৷