মোল্লা জসিমউদ্দিন
পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকায় এক মাসের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। কিভাবে, কেন গলাকাটা অবস্থায় শিশুটির মৃত্যু হল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম জেসমিন খাতুন একমাস বয়স মাত্র।বাড়ি কেতুগ্রাম থানার আরনা গ্রামে। শিশুকন্যার গলাকাটা মৃতদেহ নিয়ে নানান প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।
পরিবারসূত্রে পুলিশের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য নিয়ে চরম ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, যে পরিবারের লোকজনের তরফ থেকে দাবি করা হয়েছে যে শিশুটি দোলনায় খেলছিল সেই সময় দোলনা নিজেই রাখা একটি ধারালো বটিতে আঘাত লাগে গলায়, তখন নাকি মৃত্যু হয় সদ্যজাত শিশুটির। যদিও এই তথ্য অনেকটাই সন্দেহজনক বলে মনে করছে পুলিশ বা স্থানীয় বাসিন্দারা।এলাকায় প্রশ্ন উঠেছে শিশুকন্যা জন্ম নেওয়ায় কি শিশুটির মৃত্যু হল? নাকি বিবাহবহির্ভূত সম্পকের জের?এইবিধ প্রশ্ন উঠেছে এলাকার বাসিন্দাদের কাছে।পুলিশ সূত্রে খবর যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পুলিশ নিশ্চিত হবে শিশুকন্যার মৃত্যুর কারণ কি। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গত বুধবার দুপুরের পর থেকে।জানা গেছে মৃত শিশুটির বাবা আপাই সেখ ভিনরাজ্যে কাজ করে থাকে।তাদের নয় বছরের একটি ছেলেও আছে।শ্বশুরবাড়ীতে থাকাকালীন দ্বিতীয় সন্তান অর্থাৎ কন্যা টি হয়।স্বামী প্রায়শ স্ত্রীর উপর বিবাহবহির্ভূত সম্পক নিয়ে ঝগড়া করত।এইরুপ দাবি প্রতিবেশীদের একাংশের।গত বুধবার দুপুরে যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে, তখন আপাই সেখ ক্ষেতমজুরের কাজে বীরভূমের লাভপুর গিয়েছিল।কেউ কেউ বলছেন - আপাই সেখের স্ত্রী রিজিয়া বিবি রাগের বশে রান্নার বটি করে মেরে ফেলেছেন ২৯ দিনের আপন সদ্যজাত মেয়ে কে।দোলনার নীচে কেন বটি রাখা ছিল, তাছাড়া দোলনা থেকে পড়ে গেলেও অতটা গভীর ক্ষত গলায় আসেনা এইরুপ নানান প্রশ্ন দেখা দিয়েছে।ধর থেকে মাথা প্রায় আলাদা বলা যায় শিশুটির, তা কি দোলনার নিচে ফেলে রাখা রান্নার বটি দ্বারা সম্ভব ? কাটোয়া মহকুমা হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন - দোলনা থেকে বটিটির দুরত্ব অনুযায়ী এই গভীর গলার ক্ষত হতেই পারেনা।স্থানীয়দের বড় অংশ মনে করেন - স্বামী এবং স্ত্রী কে আলাদা জেরা করলেই শিশুকন্যা মৃত্যু রহস্য ফাঁস হবে।এখন প্রশ্ন কেতুগ্রাম থানার পুলিশ কতটা সক্রিয়তা দেখায় এই মৃত্যুর ঘটনার ক্ষেত্রে।যদিও তারা ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী তদন্ত চালাবেন বলে জানা গেছে।