সোমনাথ চক্রবর্তী
শুক্রবার ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে গত পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল কংগ্রেস থেকে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।এ দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধায়ক অনন্ত অধিকারি,ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বোষ প্রমুখ।
এ দিনের সভা প্রসঙ্গে ময়নাগুড়ি ব্লক সভাপতি মনোজ রায় বলেন গত পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল কংগ্রেসের ব্যপক সাফল্য হয়েছে।আর এই সাফল্য সাধারন মানুষের জন্যই হয়েছে।মা মাটি মানুষের সরকার চারিদিকে যে উন্নয়ন মূলক কাজ করে চলেছে তারই নিরিখে মানুষ ভোট দিয়েছে।এই জয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সংবর্ধনা দেওয়ার জন্যই এদিনের এই অনুষ্ঠান বলে জানান মনোজ রায়।