মোল্লা শাহজাহান - নিপু
মালদায় ইংলিশবাজার লক্ষিপুর গ্রামে সারা বাংলা আহলে সুননাত হানাফী জামায়াতের ডাকে একটি সভা অনুষ্ঠীত হয়।উপস্থিত ছিলেন সহ সম্পাদক আবদুল হাই রীজবি ও মুর্শিদাবাদের সম্পাদক মেহের আলী ও মালদার সম্পাদক মোবারক কারিম ও আবদুল আজিজ ও রাজ্য সম্পাদক পীররজাদা তাফহীমুল ইসলাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে শেষ দোওয়া করে সমাপ্তি ঘটান।