লাগামছাড়া মুল্যবৃদ্ধিতে যখন জনতা হাঁসফাঁস করছে, তখন গুজরাটের অমিত শাহ বাংলার শান্ত মাটিকে অশান্ত করতে চাইছে। সেই সময়ে শালবনীর ৪ নং আঞ্চলিক তৃনমূল কংগ্রেস বাঁকিবাঁধে একটি মিছিল ও পথসভার আয়োজন করে। বিজেপির জয়লাভ করা গ্রাম সংসদে তৃনমূল কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদেও এই মিছিল ওই অংশে সংগঠিত হয়। শহীদ দিবসকে সামনে রেখে কলকাতায় ২১ শে জুলাই কে সফল করার ডাক হাজার মানুষের ভিড় থেকে আজ দেওয়া হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃনমূলের সাধারন সম্পাদক ও নির্বাচিত সমিতির সদস্য সন্দীপ সিংহ এবং ৪ নং তৃনমূল আঞ্চলিক সভাপতি রামপদ মাহাত। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ববৃন্দ নিতাই মাহাত, সেখ ইলিয়াস, সুদীপ সিংহ,অতনু সিংহ প্রমুখ যুব ও তৃনমূল নেতৃত্ব।