মোল্লা জসিমউদ্দিন
একবার দুবার নয়,টানা পাচবার জেলার সেরা ব্লক (স্বাস্থ্য বিভাগে) এর শিরোপা পেল মঙ্গলকোট।শুক্রবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন কর্মদক্ষতা অনুযায়ী এই স্বীকৃতি দেয়। মঙ্গলকোট বিএমওএইচ ডঃ প্রণয় ঘোষ জানান - এই সম্মান প্রাপ্তি আমাদের কাজের প্রেরণা জোগায়।উল্লেখ্য প্রত্যেহ আউটডোরে হাজারের কাছাকাছি এলাকাবাসী চিকিৎসার জন্য এখানে আসেন।সেইসাথে পঞ্চাশের বেশি রোগী ভর্তি হন।