শ্যামল রায়
রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার রায়নাতে যাত্রী বোঝাই দুটি বাসের রেষারেষিতে একটি বাস উল্টে গিয়ে নদীতে পড়ে সেখানে ৩০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন এর মধ্যে ৬ জনের অবস্থা সংকটজনক।
ঘটনাটি ঘটেছে বর্ধমান আরামবাগ রোড এর মিরেপোতা বাজার সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে যে এদিন বর্ধমান মেচেদা গামী একটি বাস দ্রুত গতিতে বর্ধমান আরামবাগ রোড হয়ে যাচ্ছিল। সেই সময় আরামবাগ গামী আরেকটি বাস যাচ্ছিল । বর্ধমান আরামবাগ গামী বাস অতি দ্রুত গতিতে রেষারেষির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মিরেপোতা বাজার একটি ইলেকট্রিক খুটির সাথে জোর ধাক্কা মারে। ধাক্কায় রাস্তার পাশেই ছিল একটি নয়নজুলি বাসটি উল্টে যায়। বাস উল্টে যাওয়ার খবর শুনে স্থানীয় মানুষ উদ্ধারকার্যে হাত লাগায়। ৩০ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আরো জানা গিয়েছে যে ওই যাত্রী বুঝাইতে ৬০জনের মতো যাত্রী ছিল। পুলিশ বাসটিকে আটক করেছে খালাসী চালক পলাতক।এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে যান চলাচলের একটু ব্যাহত ঘটে তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।