মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮

গ্রামীন সাংবাদিকদের প্রতি রাজ্যসরকারের অবহেলার প্রতিবাদে বিজেপিতে মঙ্গলকোটের পত্রিকা সম্পাদক

জ্যোতিপ্রকাশ মুখার্জী

মঙ্গলকোট তথা পূর্ব বর্ধমানের জনপ্রিয় পাক্ষিক পত্রিকা 'কৃষি সমবায় পত্রিকা'র সম্পাদক সুকান্ত ঘোষ মঙ্গলবার সরাসরি রাজনৈতিক জীবনে পদার্পণ করলেন।এদিন তিনি মঙ্গলকোটের পশ্চিম এলাকার বিজেপি সভাপতি সমীর দাসের হাত ধরে  গেরুয়া শিবিরে নাম লেখালেন।সুকান্ত ঘোষ জানান - "রাজ্যে পালাবদলের পরেই কিছু মুস্টিমেয় বড় কাগজে বিজ্ঞাপন দেওয়া ছাড়া মফস্বলের পত্রিকার বিকাশের জন্য কিছুই করেনি তৃনমূল সরকার।  সাপ্তাহিক /পাক্ষিক পত্রিকার সম্পাদকরা সরকারের সহযোগিতা না পেয়ে কাগজ বন্ধ করে দিচ্ছে।অনেকেই বিনা চিকিৎসায় মারাও গেছে।কোচবিহারের একজন সাংবাদিক এইরুপ পরিস্থিতির শিকার হয়েছে। তাই  গ্রামীন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সরাসরি রাজনীতিতে এলাম "।  জানা গেছে গোতিস্টা অঞ্চলের বিশেষ দায়িত্বে এই পত্রিকার সম্পাদক কে রাখা হয়েছে।                  

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER