বৃহস্পতিবার, আগস্ট ০৯, ২০১৮

গেরুয়া শিবিরে নাম লেখানোর ফল, 'শোলে'র গব্বার সিং হতে হল মঙ্গলকোটের সাংবাদিক কে

জ্যোতিপ্রকাশ মুখার্জী

এখনও গেরুয়া শিবিরে নাম লেখানো দুদিন পার হয়নি। এরেই মাঝে গুলি করে খুন করবার হুমকি পেলেন মঙ্গলকোটের সাংবাদিক সুকান্ত ঘোষ। তাও 'শোলে' সিনেমার বিরুর চরিত্রে অমিতাভ বচ্চনের মুখে অডিও জালিয়াতি করে হুমকি দেওয়া হয়েছে। আজ সকাল দশটা দশে তার মোবাইলে এই ভিডিওটি গুসকারার এক দলীয় নেতা তাকে সংগৃহীত এই ভিডিওটি পাঠায়।সে আবার স্থানীয় এক আলু ব্যবসায়ীর কাছে অন্যের কাছ থেকে পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই এই হুমকি টি মিলেছে।যদিও এই সাংবাদিক তার প্রকাশিত 'কৃষি সমবায় পত্রিকা'য় আসানসোলে কয়লা সিন্ডিকেট নিয়ে, কখনও গুসকারায় বাম আমলের পুরচেয়ারম্যান নিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। এমনকি হাইকোর্টে রিট পিটিশন,  নিম্নকোর্টে  দুটি ফৌজদারি মামলার শিকার হয়েছিলেন সিপিএম নেতাদের সৌজন্যে। সুকান্ত ঘোষ জানান - বর্ধমান সদরে সাইবার সেলে যাব অভিযোগটি অবগত করার জন্য।                   

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER