শুক্রবার, অক্টোবর ০৫, ২০১৮

এসিড মামলায় কালনা আদালতে আমৃত্যু কারাবাস


মোল্লা জসিমউদ্দিন,


বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন কুমার মন্ডলের এজলাসে এসিড হামলা সংক্রান্ত মামলার রায়দান হয়। সেখানে বিচারক ৩২৬ এ ধারায় আমৃত্যু কারাবাস, সেইসাথে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। এছাড়াও ৪৪৮ ধারায় ১ বছরের কারাবাস সহ ১ হাজার টাকার জরিমানা ধার্য করেছেন। কালনা মহকুমা আদালত সুত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ ডিসেম্বর পূর্বস্থলী থানার নুতন দামালচর গ্রামে বোমকেশ মাহাতোর বাড়ীতে রাত ১ টার সময় অভিযুক্ত গৌরব মন্ডল এসিড হামলা চালায়। মাহাতো বাবুর স্ত্রীর পাশাপাশি নাবালিকা মেয়ের মুখে এসিড ছোড়ে অভিযুক্ত। ওই নাবালিকার একটি চোখ নস্টের মুখে। পূর্বস্থলী থানার পুলিশ এই মামলায় তদন্তে নেমে অভিযুক্ত কে গ্রেপ্তার করে। স্থানীয় সুত্রে জানা যায়, গৌরব মন্ডল ওই নাবালিকা কে বারবার প্রণয়ঘটিত সম্পর্কে রাখার চেস্টা করতো। তবে ওই নাবালিকা অভিযুক্ত কে এড়িয়ে চলত। প্রতিশোধ মানসিকতা থেকেই গত ১২ ডিসেম্বর ওই নাবালিকার বাড়ীতে হামলা চালায়। আজ কালনা মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন কুমার মন্ডলের এজলাসে এই মামলার রায়দান ঘটে। অভিযুক্তের আমৃত্যু কারাবাসের পাশাপাশি সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্তের বাবা গৌরাঙ্গ মন্ডল এবং বন্ধু সুকান্ত বাকবী মুক্তি পায়। অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন - " আগামী তিনমাসের মধ্যেই এই মামলার অর্ডারশিট তুলে উচ্চ আদালতে আপিল করা হবে। "                                                     

                                                  

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER