সোমবার, নভেম্বর ১২, ২০১৮

বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে সিরাতের অনুস্টান

নিজস্ব প্রতিবেদক: রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট এর উদ্দ্যোগে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়। মৌলানা আবুল কালাম আজাদ স্মরণে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৫ জন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীকে সম্মানীত করা হয়। আরেফিন আনসারীর কুরআান তেলাওয়াত, হাফেজ সাজ্জাদ আলির নাত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয় ভোজপাড়া হাই স্কুল ও ইটিন্ডা আমিনীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমানকে, আদর্শ শিক্ষক সম্মানে সম্মানীত হন রাউতাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক ও কুমারপুর হাই স্কুলের শিক্ষক এমদাদুল ইসলামকে। সমাজ সেবা পুরস্কার পান মাওলানাবাগ দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা খোবায়েব আমিন ও মোহাম্মদ মোস্তাকিম মন্ডল। সেমিনারে বক্তব্য রাখেন সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, মাওলানা নিজামুদ্দিন কাসেমী, সিয়ামত আলি, সামসুর রহমান, আব্দুল আজিজ আনসারী, সেখ আবু তালেব, রিয়াজুল ইসলাম, সেখ ওয়াসিম আকতার, বেডসের সম্পাদক সাজাহান মন্ডল প্রমুখ। সেমিনারের সব বক্তারা মৌলানা আবুল কালাম আজাদের কর্মজীবন ও শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে নিজামুদ্দিন কাসেমীর দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER