ওয়াসিম বারি,
মাধ্যমিক পরীক্ষার্থীর হারানো এডমিড ফিরিয়ে দিলো হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়ার শালিপুর বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী রুবিনা খাতুন এর সেণ্টার পড়ে ছিলো হাড়োয়ার গোপালপুর গার্লস উচ্চবিদ্যালয়ে। আজ সকলে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্যেশ্যে গোপালপুরের যাচ্ছিল ওই ছাত্রী। অটো তে যাওয়ার সময় ওই ছাত্রীর ব্যাগ হারিয়ে যায়।ওই ব্যাগের মধ্যে ছিলো মধ্যামিক পরিক্ষ্যার এডমিড, পেন, সহ বেশ কিছু জিনিস। পরীক্ষার আগে সেই ব্যাগ হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্রী। পর সে খবর দেয় হাড়োয়া থানায়। খবর পেয়ে ওই হারানো ব্যাগের খোঁজ শুরু করে হাড়োয়া থানার পুলিশ। কিছুক্ষন এর মধ্যে সেই হারানো ব্যাগ উদ্ধার করে, পরীক্ষা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে সেই ব্যাগ ফিরিয়ে দেয় হাড়োয়া থানার পুলিশ। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই ছাত্রী।