সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ স্বরূপনগরব্লকের শাড়াপুল মধ্য গ্রামবাসী বৃন্দের পরিচালনায় শাডাপুল ইসলামী যুব সমাজ কমিটির সহযোগিতায় ৯ও ১০ ই ফেব্রুয়ারি ২০১৯ মহতী ইসলামী জলসার আয়োজন করে ৷আজ তার দ্বিতীয় বা শেষ দিন ।অধর্মের যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তির পথ নির্দেশনায়, সামাজিক সৌহাদ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, দেশ ও সমাজের নিরাপত্তা বিধানে অশিক্ষা,-কুশিক্ষা ও কুসংস্কার এবং অসভ্যতার অভিশাপ হতে মুক্তির নিমিত্ত কুরআন ও হাদিসের বাণী কে জনসমক্ষে তুলে ধরতে এবং সকল মৃতঃব্যক্তিদের ছোয়াব-রেছানীর উদ্দেশ্যে এই মহতী ইসলামী জলসার আয়োজন বলে জানান জলসা কমিটির সঞ্চালক আলহাজ্ব হাফেজ তরিকুল ইসলাম সাহেব ৷গজল , ক্বেরাত ও নাতে রাসুল এর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকমণ্ডলী দৃষ্টিকোণ থেকে প্রত্যেক বিভাগের প্রথম তিন জনকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। পুরস্কার প্রদান করেন আলহাজ্ব মাওঃ হিফজুর রহমান সাহেব ,মাওলানা মোজাম্মেল হক সাহেব প্রমুখ৷ কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন পীরজাদা জনাব মাওলানা মহিব্বুল্লাহ হুসাইনী সাহেব ,মাওলানা সাদ্দাম হোসেন, হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুর রহমান সাহেব, আলহাজ্ব হাফেজ মোজাফফার হোসেন সহ স্থানীয় বক্তাগণ। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মোহাম্মদ মশিউর রহমান সাহেব ৷সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং আখেরী মোনাজাত করেন আলহাজ্ব, হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব ৷মহতী ইসলামী জলসার সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সাহেব৷