মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলকোটের নুতনহাট শহরের প্রতিস্টিত কাঁসা ব্যবসায়ী লাট্টু সাধু (৪৭) এর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য পড়লো এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বিষ খান ওই ব্যবসায়ী। সাথেসাথেই মঙ্গলকোট ব্লক হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বর্ধমান সদর হাসপাতালে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শুক্রবার হাসপাতালের মর্গে ময়নাতদন্ত ঘটে। এলাকাসুত্রে জানা যায়, মঙ্গলকোটের নুতনহাটের 'জগবন্ধু স্মৃতি বাসনালয়' এর মালিক লাট্টু সাধু বিগত দুবছর ধরে লটারি খেলার নেশায় বুঁদ ছিলেন। প্রত্যেকদিন পাঁচ থেকে দশ হাজার টিকিট কাটতেন। লটারি বিক্রেতারাও এলাকার প্রতিস্টিত এই ব্যবসায়ী কে ধারে টিকিট দিতেন। অসমর্থিত সুত্রে প্রকাশ, বিভিন্ন জনদের কাছে চড়া সাপ্তাহিক সূদে কুড়ি লাখের উপর ঋণ নিয়েছিলেন তিনি। প্রথম প্রথম ঠিকঠাক থাকলেও সাপ্তাহিক সূদ দিতে না পারায় মহাজনদের তাগাদায় পড়তেন ওই ব্যবসায়ী। লটারির নেশায় পড়ে নিজের কাঁঁসা পিতলের ব্যবসাও লাটে উঠে। ক্রমাগত মানসিক চাপে পড়ে গত মঙ্গলবার দুপুরে বিষ খায় এই ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে মারা যায় সে। জানা যায়, মঙ্গলকোটের নুতনহাটে শতাধিক ব্যক্তি খুচরা লটারি বিক্রি করে। দশ লাখের উপর প্রত্যেকদিন বিক্রিও হয়। পুরস্কার হিসাবে এই এলাকায় ৫১ লক্ষ টাকা পেয়েছে এক এলাকাবাসী। 'জুয়ার নেশা সর্বনাশা'র মতনই লোভে পড়েন অনেকেই। এমনকি একমুহূর্তে মঙ্গলকোটের বেশ কিছু জায়গায় বুগিডুগি ড্যান্স সহ জুয়া খেলার মেলাও চলছে। লটারির মত জুয়ার নেশায় বিষ খেয়ে আত্মঘাতী ব্যবসায়ীর ঘটনাতেও চলছে মঙ্গলকোটে জুয়ার মেলা....