শুক্রবার, মার্চ ০৮, ২০১৯

অজয় নদের বালি লুট হচ্ছে কোন সড়কপথে?

দক্ষিণ বঙ্গের বিভিন্ন প্রান্তে বালি ব্যবসায়ীদের কাছে মঙ্গলকোটের অজয় নদের বালির কদরই আলাদা। তাই রাজারহাট কিংবা নিউটাউন সব ইমারতি ব্যবসায়ীদের কাছে মঙ্গলকোট এলাকা ব্যবসায়ীক হিসাবে খুবই গুরত্বপূর্ণ। নামমাত্র এজেন্ট রেখে বিভিন্ন বালিঘাটের ইজারাদার হয়েছে কেউ কেউ। আবার দশ বিশটা ডাম্পার - লরি রেখে সবসময় ছুটছে বালির গাড়ি। অভিযোগ, এদের হাত অনেকদূর, নেতা - পুলিশ - মন্ত্রীদের একাংশকে সন্তুষ্ট রেখে বেপরোয়া চলে এই সিন্ডিকেট। তাই এরা অনেকসময় আইন কানুনের উধ্বে বলা যায় বলে স্থানীয়দের অভিযোগ । মাঝেমধ্যে একটা - দুটো গাড়ী নরমাল কেস দিয়ে আবার পরে ছাড়াও পেয়ে যায় তারা। ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলকোটের বেশ কয়েকটি সড়ক রুট অত্যন্ত বেহাল হয়ে উঠেছে এই অতিরিক্ত বালি বোঝাই গাড়ি যাতায়াতের জন্য। যার মধ্যে অন্যতম হচ্ছে নুতনহাট থেকে মাথরুণ ৮ কিমি সড়কপথ।এই সড়ক রুটে দু চাকা থেকে চার চাকা ঘন্টায় কুড়ি কিমি গতিবেগে যাওয়াটাও দুস্কর হয়ে পড়ে । একপ্রকার প্রাণ সংশয় ঘটতেও পারে বেশি গতিবেগে গাড়ি চালালে । অথচ এই সড়ক পথে কাটোয়া থেকে গুসকারা রুটে শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে থাকে। বাস মালিকদের একাংশ জানাচ্ছেন - এই রুটে গাড়ী চালাতে গিয়ে তেল খরচ যেমন বেড়েছে। ঠিক তেমনি গাড়ীর যন্ত্রপাতি ভেঙ্গে যাচ্ছে। যারফলে বাস ব্যবসায় লাভের থেকে লোকসান বেশি হচ্ছে। জানা গেছে, মঙ্গলকোটের লোচনদাস সেতুর নিচে, পুরাতনহাট, বকুলিয়ার অজয় নদের দশের কাছাকাছি বালিঘাট থেকে প্রতিদিন হাজারের কাছাকাছি ডাম্পার - লরি বালি বোঝাই করে নুতনহাট থেকে কাটোয়া রুট ধরে মাথরুণ মোড় যাচ্ছে। আবার এখান থেকে কৈচর মোড় থেকে কম গুরত্বপূর্ণ ছোট রুটগুলি ধরে কাটোয়া থেকে কলকাতা যাওয়ার পুরাতন রুট ( মেমারি, পান্ডুয়া) ধরে বালির গাড়ি চলে যাচ্ছে রাজারহাট কিংবা নিউটাউন এলাকার ইমারতি ব্যবসাদারদের কাছে। অর্থাৎ মঙ্গলকোটের নুতনহাট থেকে কৈচর মোড় উঠে, এরপর সিঙ্গির বটডাঙ্গা মোড় কিংবা মন্তেশ্বরের চন্দ্রপুর মোড়ে উঠছে বালির গাড়িগুলি। দিনের বেলা অপেক্ষা রাত্রীবেলায় এই রুড়ে ছুটছে শয়ে শয়ে অজয় নদের বালিঘাট থেকে বালি বোঝাই গাড়ি। এরফলে সড়কের মূল পিচ উঠে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। উচু নিচু খানা খন্দ তৈরি হয়েছে। মূলত অত্যাধিক বালি বোঝাই এর জন্য। অনেক সময় ভিজে বালি নিয়মিতভাবে নিয়ে যাওয়ার জন্য রাস্তা পিছল হয়ে যায়। এবং রাস্তাগুলি আরও বিপদজনক হয়ে উঠে যানবাহন চালকদের কাছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER