মোল্লা জসিমউদ্দিন ,
সুদিন মন্ডল ,
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার পূর্ব বর্ধমান জেলার কৃষি আধিকারিক দের সঙ্গে নিয়ে শিলাবৃষ্টিতে ক্ষতগ্রস্ত ভাতার ব্লকের এর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।সাথে ছিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি আধিকারিক জগ্ননাথ চ্যাটার্জি, সুপ্রিয় ঘটক,গৌতম ভৌমিক প্রমুখরা। ভাতারের স্বর্ণচালিতা সমবায়,কাশিপুর সমবায় সমিতি, বনপাশ সোসাইটি, গ্রামডিহী সমবায়, বামুনারা সমবায় সহ নানান সমবায় সমিতির কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত চাষীদের সাথে কথা বলেন তিনি। প্রদীপ বাবু বলেন - ভাতার ব্লকের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় গুলি বিশেষভাবে নিরীক্ষণ করলাম।কৃষকদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার কৃষি শস্য বীমার যে বিশেষ ব্যবস্থা করেছে যার পুরো প্রিমিয়াম তাই রাজ্য সরকার দেয়। সেই শস্য বীমার মাধ্যমে কৃষকরা যাতে ক্ষতিপূরণ পেতে পারে তারই প্রশাসনিক কর্ম প্রক্রিয়া চালানো হচ্ছে,যাতে তিনদিনের মধ্যে বীমা কোম্পানির অফিসে আবেদন করা যায়, সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, সোমবার দেওয়ানদিঘির জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন ভোটের কারণে কৃষি সংক্রান্ত এই প্রক্রিয়া কোনভাবেই বাধা হয়ে দাঁড়াবে না, সরকার কৃষকদের পাশে অতীতেও ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাহেবগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না অধিকারী,বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি মন্ডল প্রমুখরা প্রদীপ বাবু কে জানিয়েছেন ওই সমস্ত এলাকাগুলিতে প্রায় একশো ভাগ ফসলই নষ্ট হয়ে গেছে।স্থানীয় কৃষি দপ্তর থেকে রিপোর্ট অনুযায়ী কাজ হবে বলে জানা গেছে। উল্লেখ্য গত রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা জুড়ে তীব্র শিলাবৃষ্টি হয়। কাটোয়া, কালনা, সদর বর্ধমান মহকুমার বিভিন্ন এলাকায় মাঝারিমাপের শিলা টানা ঘন্টা খানেক হয়ে থাকে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে ভাতার এবং মঙ্গলকোট ব্লক এলাকায়। প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে বোরো ধান এবং তিল চাষ হয়েছে। শুধু তাই নয় পেঁয়াজ, আম সহ সবজি চাষে ক্ষতি এনেছে গত রবিবারের টানা শিলাবৃষ্টি। পূর্ব বর্ধমান জেলার কৃষি বলয়ে থাকা ভাতার ব্লকে মঙ্গলবার সকালে দিকে আসেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। তবে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি আজকের এই প্রশাসনিক সফর ঘিরে। জেলা বিজেপি নেতা চন্দ্রনাথ মুখার্জি বলেন - "আগামী ২৯ এপ্রিল এইসব এলাকায় লোকসভা ভোট রয়েছে, ভাতারে বেকায়দায় রয়েছে শাসকদল। তাই পূর্ব বর্ধমানের অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্লক না ঘুরে ভাতারেই এলেন কৃষি উপদেষ্টা। যাতে কৃষক দরদী সরকারের সহানুভূতি পাওয়া যায় "।