মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার সারাদিন ধরে মঙ্গলকোট ব্লক হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হল।রক্ত দিলেন এই হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। বিএমওএইচ থেকে আশাকর্মী, প্রত্যেকেই দিলেন রক্ত। একফোঁটা রক্ত একজনের জীবন বাঁচাতে পারে। এই উপলব্ধি থেকেই এই মহতি উদ্যোগ বলে জানিয়েছেন বিএমওএইচ ডঃ প্রণয় ঘোষ। আজ সকাল থেকে শুরু হয় শিবিরটি। ৮০ জন রক্তদাতা আজকের রক্তদান করেন।এখানে হসপিটাল এর বিভিন্ন আধিকারিকরা রক্ত দেন। পাশাপাশি বিভিন্ন গ্রামের আশা কর্মীরা আসেন এই রক্তদান শিবিরে রক্ত দিতে। এই রক্ত কাটোয়া মহকুমা হাসপাতালে তুলে দেওয়া হয়। প্রায়শই এই গ্রীষ্মের সময়ে রক্ত সংকট দেখা দেয়।সর্বপরি ভোটের সময় রাজনৈতিক হানাহানিতে হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন পরে। সেই জায়গায় এহেন উদ্যোগ সাধুবাদ যোগ্য বলে জানিয়েছেন এলাকাবাসীরা।