মোল্লা জসিমউদ্দিন,
গত বুধবার দুপুরে হাওড়া জেলা আদালতে গাড়ী রাখা নিয়ে রণক্ষেত্র নেয় গোটা এলাকা। আইনজীবী ও পুলিশের মধ্যে এইরুপ রণং দেহী মারপিট বাংলায় সেভাবে দেখা যায়নি। উক্ত ঘটনায় দুতরফে দশের বেশি ব্যক্তি কমবেশি আহত হয়েছেন বলে প্রকাশ। পুলিশের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে ইতিমধ্যেই বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে রাজ্যের প্রায় মহকুমা / জেলাস্তরে আদালতে আইনজীবীরা অনিদিস্টকালের জন্য কর্মবিরতি শুরু করে দিয়েছেন।কলকাতা সিটি সিভিল কোর্টের ৬ তলায় 'বার কাউন্সিল' এর পদাধিকারীরা আজ জরুরি বৈঠকে বসেন হাওড়া আদালতে আক্রান্ত আইনজীবিদের ঘটনার বিষয়ে। এরপরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেলারেল অর্থাৎ চিফ জাস্টিসের অফিস সচিবের সাথে তাঁরা সাক্ষাৎ করেন বলে প্রকাশ। বিষয়টি প্রধান বিচারপতির দৃস্টি আকর্ষণ করা হয়। জানা গেছে, আগামী মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি 'বার কাউন্সিল' কে সময় দিয়েছেন। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রাক্তন চেয়ারম্যান আনসার মন্ডল জানান - আগামী সোমবার আমাদের ২৫ জন প্রতিনিধিদল হাওড়া জেলা আদালতে বর্তমান সম্পাদক অশোক দেবের নেতৃত্বে যাবে এবং পুলিশের ভুমিকা নিয়ে কথা হবে "। গতকাল অর্থাৎ বুধবার হাওড়া আদালত চত্বরে যেভাবে গাড়ীর পার্কিং নিয়ে পুলিশ বনাম আইনজীবীদের হাতাহাতি এমনকি লাঠিচার্জ দেখা যায়। তা নিয়ে গোটা রাজ্যে আইনজীবী মহলে তুমুল অসন্তোষ দেখা গেছে। আক্রান্ত আইনজীবিদের পক্ষে জানা গেছে, ওইদিন হাওড়া পুলিশ কমিশনারেটের অধিনে যারা পুরসভা, আদালত এবং সামনে রাস্তায় কর্মরত ছিলেন, তাদের সাসপেন্ড শুধু নয় গ্রেপ্তার করতে হবে। এই দাবি কে সামনে রেখে রাজ্যের প্রায় সবকটি মহকুমা/ জেলাস্তর এমনকি সিটি সিভি, সিটি সেশন, শিয়ালদহ, ব্যাংকশাল আদালতে আইনজীবিরা বিভিন্ন এজলাসে অনিদিস্টিকালের জন্য কর্মবিরতি শুরু করে দেন। শুধু তাই নয় আদালতের সামনে প্রতিবাদী ফ্লেক্স নিয়ে সরবও হন। পুলিশ ও আইনজীবীদের আভ্যন্তরীণ ঝামেলায় সারা রাজ্যে হাজার হাজার বিচারপ্রার্থী বিপাকে পড়েন। পূর্ব নির্ধারিত মামলাগুলির 'ডেট' থাকার জন্য মক্কেলরা আজ আদালতে এসে ফের বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ওয়ার্কিং ডের তিনদিন কর্মবিরতি চলবে। সেইসাথে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে বার কাউন্সিল প্রতিনিধিদের আলোচনায় কোন সমাধান সুত্র বের হয়ে না এলে বিভিন্ন আদালতে অচলাবস্থা আরও চলবে বলে আইনজীবীদের একাংশে প্রকাশ। তবে হাওড়া পুলিশ মহলে জানা গেছে, হাওড়া আদালতে আইনজীবীদের একাংশ পুলিশের সাথে দীর্ঘদিনধরে খারাপ ব্যবহার করে আসছে। যার ফলে গত বুধবার গাড়ীর পার্কিং নিয়ে ঝামেলার সুত্রপাত হলেও দুপক্ষের পুঞ্জিভূত ক্ষোভ ছিল অনেক পুরানো বিষয়ে ।