রবিবার, এপ্রিল ০৭, ২০১৯

মঙ্গলকোটে চিকিৎসক পুত্র খুনের অন্তরালে ?




 মোল্লা জসিমউদ্দিন,   

শনিবার ভোরে মঙ্গলকোটের সরুলিয়ায় স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য পড়ে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে নুতনহাট গুসকারা সড়কপথে শ্বশানকালী মোড়ে ত্রিশ মিনিট ধরে রাস্তা অবরোধ করে কয়েকশো ক্ষুব্ধ এলাকাবাসী। পরে স্থানীয় থানার পুলিশ গোয়েন্দা কুকুর এনে ঘটনাস্থলে তদন্ত করে থাকে । দেহ উদ্ধারের জায়গায় নিহতের মোবাইল সহ ব্যবহারকারী সাইকেল পায় মঙ্গলকোট থানার পুলিশ। এলাকাসুত্রে জানা যায়, মঙ্গলকোটের জয়পুরের বাসিন্দা তথা পেশায় পশু চিকিৎসক গুরুপদ পালের বড় ছেলে কাজল পালের (২৭) ক্ষত বিক্ষত দেহ এদিন ভোরে নুতনহাট গুসকারা সড়কপথে মাঠের মধ্যে সরুলিয়ায় উদ্ধার হয়। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন,  মাথার নিম্নভাগে কাইচির আঘাতের পাশাপাশি বুকে - পিঠে ব্লেড চালাবার দাগ রয়েছে। সেইসাথে গোপনাঙ্গে আঘাত এবং মুখে দানা বিষ রয়েছে। গলাতে গামছা বাঁধা ছিল। এলাকাবাসীরা মনে করছেন, শ্বাসরোধের সাথে সাথে ব্লেড / কাইচি করা আঘাত করা হয়েছে। সেইসাথে মৃত্যু নিশ্চিত করতে মুখে দানা বিষ দেওয়া হয়েছে।পরিবার সুত্রে প্রকাশ,    গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে উনিয়া মেলায় সে সাইকেল করে গিয়েছিল। মনে করা হচ্ছে, পরিচিত কেউ মোবাইলে ডেকে বাড়ী থেকে প্রায় দু কিমি দূরে পরিকল্পিত ভাবে খুন করেছে। তাই মোবাইলে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত কল ডিটেলস সংগ্রহ করলে খুনের ষড়যন্ত্রকারীদের সন্ধান মিলতে পারে। আবার গতকাল বিকেলে  উনিয়া মেলায় কোন ঝামেলায় জড়িয়ে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা উচিত। কেননা মঙ্গলকোটের প্রায় মেলাতে জুয়া খেলার পাশাপাশি অশ্লীল বুগিউগি ( লেটো)  ড্যান্সের আয়োজন করা হয়, তাও পুলিশ কে তোলা দিয়ে বলে অভিযোগ। প্রায় মেলাতে জুয়া খেলা নিয়ে ঝামেলা হয়।   এইরূপ পরিস্থিতিতে মঙ্গলকোটে স্বনামধন্য এক পশু চিকিৎসকের পুত্র খুনে নানান প্রশ্নচিহ্ন দেখা দিল এলাকাজুড়ে।আবার অন্য সুত্রে জানা গেছে, বিজেপি অধ্যুষিত মঙ্গলকোটের এই অঞ্চলে সাম্প্রতিক কালে গন্ডগোল ঘটেছে। সপ্তাহ কয়েক পূর্বে দলীয় পতাকা টাঙানো নিয়ে বিজেপি কর্মীর ভাগ্নে কে রক্তাক্ত করার অভিযোগ উঠে স্থানীয় তৃনমূল আশ্রিত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। এমনকি এই অঞ্চল থেকে শয়ে শয়ে কর্মী সমর্থকরা ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভাও গিয়েছিলেন।৬ টি বাস অগ্রিম বুক করেও তা বাতিল করার অভিযোগ উঠেছিল বাস ইউনিয়নের বিরুদ্ধে। নিহত যুবকটি সাম্প্রতিককালে বিজেপি ঘেষা হয়েছিল বলে কেউ কেউ জানাচ্ছেন। তাই খুনের এই ঘটনায় রাজনৈতিক যোগও উড়িয়ে দিচ্ছে না স্থানীয়দের একাংশ।                                                                                                                                              

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER