শনিবার, এপ্রিল ২৭, ২০১৯

আলুওয়ালিয়া কে জেতাতে ভোলানাথ স্মরণে মুকুল রায়


মোল্লা জসিমউদ্দিন,
সুদিন  মন্ডল ,

   চতুর্থ দফার নির্বাচন হতে চলেছে   আগামী ২৯  শে এপ্রিল।সেদিন   বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। আর এই কেন্দ্রের অধীনে রয়েছে ভাতাড় বিধানসভা এলাকা টি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জোরদার প্রচারের তৎপর রাজনৈতিক দলগুলি। শুক্রবার বিকালে  ভাতার বাজার সংলগ্ন  বাইশ বিঘা ময়দান চত্বরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে সভা করে গেলেন বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায়।কয়েক হাজার কর্মী সমর্থক এর উপস্থিতিতে এদিন মুকুল রায় জানান - কেন্দ্রে নরেন্দ্র মোদি ই পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন।কোন  বিরোধিতায় তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। গত  ১৯ শে  জানুয়ারি ব্রিগেড এর সভামঞ্চের গঠন হওয়ার ফেডারেল ফন্ট কে এক সার্কাসের সঙ্গে ফের তুলনা করেন মুকুল বাবু।   এমন কি তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে সার্কাসের জোকার বলে  ব্যঙ্গ  করেন। মুকুলবাবু ছাড়াও এ দিনের সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সন্দীপ নন্দী, গোলাম জার্জিস, অঞ্জন মুখার্জি প্রমূখ নেতৃত্ববৃন্দ। এদিন মুকুল রায়  ভাতার বাসীর কাছে একটাই আবেদন রাখেন যে, প্রয়াত ভোলানাথ সেন এর পর এই ভাতারের বুকে পুনরায়  উন্নয়নের জোয়ার আনতে প্রায় ত্রিশ  বছরের অভিজ্ঞ  সংসদ,বলিষ্ঠ বিজেপির সর্বভারতীয়  নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া কে  জয়ী করে লোকসভায় মোদীজির হাত শক্ত করুন। উল্লেখ্য ভাতারের উন্নয়নের রুপকার হিসাবে ভোলানাথ সেন কে জানে রাজ্যবাসী। সেই ভোলানাথ সেন কে সামনে রেখে উন্নয়ন আরও জোরদার করতে আলুওয়ালিয়ার পক্ষে এদিন প্রচারসভাটি সারেন মুকুল রায়।             

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER