শনিবার, এপ্রিল ২৭, ২০১৯

বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনী ঢুকলে বড় ভয় কেস্টর!



মোল্লা জসিমউদ্দিন,

 'পুলিশ বিনা  মণিহারা ফণী তিনি'। তা ফের বোঝালেন কেস্ট। শুক্রবার বিকেলে   মঙ্গলকোটের নিগনে  সভায় তিনি দলীয়  কর্মীদের নির্দেশ দেন - কেন্দ্রীয়  বাহিনী বুথে ঢুকলে তারা যেন থানায় এফআইআর করে।বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরবে ফিরবে। তাই বলে বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনীর কোন দাদাগিরি সহ্য করবেন না অনুব্রত মন্ডল ওরফে কেস্ট। ইতিমধ্যেই তিনি তৃণমূল সমর্থিত শিক্ষকদের এক সম্মেলনে ভোটকর্মী বিশেষত পোলিং অফিসারদের সংশ্লিষ্ট ব্লক সভাপতির মোবাইল নাম্বার নিয়ে রাখার ফরমান জারি করেছিলেন। শুক্রবার বিকেল তিনটে নাগাদ বোলপুর আসনের দলীয় প্রার্থী অসিত মালের সপক্ষে মঙ্গলকোটের নিগনে এক প্রচার সভা সারেন প্রার্থী কে নিয়ে। উল্লেখ্য বহু চর্চিত মঙ্গলকোটের দলীয় পর্যবেক্ষক তিনি। এই কেন্দ্রের বিধায়ক নাম কে ওয়াস্তে থাকলেও যাবতীয় দলীয় কাজ তিনি দেখেন। এই মঙ্গলকোটে চলতি লোকসভা নির্বাচনে প্রচারে  বিরোধীদের কোন সভা সমিতি দেখা যায়নি। অভিযোগ, বারবার দলীয় কর্মসূচি নিয়ে মঙ্গলকোট থানায় গেলেও পারমিশন নিয়ে কোন পাত্তা পাইনি তারা। কাশেমনগরে বিজেপি বড় সভা করার উদ্যোগ নিলেও সেটি বানচাল হয়ে যায় অনুমতি না মেলাতেও। উল্টো ক্ষেত্রে অনুব্রত বাবু গত সপ্তাহে শিলাবৃষ্টির জন্য কাশেমনগর, নিগনে সভা না করলেও সপ্তাহ ঘুরতেই আজ সভা সারলেন। স্থানীয় থানার পুলিশ তাঁর অত্যন্ত অনুগত বলে বিরোধীদের দাবি। অভিযোগ কুড়ির বেশি গাঁজা মামলায় বিরোধী দলের তো বটেই বিপক্ষ শিবিরে সিদ্দিকুল্লাহ অনুগামীরা ফেঁসেছে। তাই আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে সক্রিয় না হতে পারে, সেজন্য তাদের কে পুলিশি মামলায় জড়িয়ে দেবার নির্দেশ দিলেন দলীয় কর্মীদের কে। এইরূপ মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনের এক আধিকারিক অবশ্য বলছেন - নিরপেক্ষ ভোটদানের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের ভেতর এবং বাইরে অবস্থান নিতেই পারে।                                                                                            

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER