সোমবার, মে ০৬, ২০১৯

মেমারিতে পত্রিকা সম্পাদক স্মরণে সভা হল

সেখ সামসুদ্দিনঃ মেমারি থেকে প্রকাশিত জিরো পয়েন্ট  পত্রিকার দপ্তরে আয়োজিত হল জিরো পয়েন্ট  সাহিত্য আড্ডা ও প্রয়াত সম্পাদক সেখ আনসার আলির স্মরণ সভা। সভায় উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, প্রাক্তন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক এবং সচিব অরবিন্দ সরকার, সিপিএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা মেমারি ১ পূর্ব কমিটির সম্পাদক অভিজিৎ কোঙার, বিশিষ্ট চিকিৎসক অভয় সামন্ত, মেমারি পুরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার বিদ্যুৎ দে, ছাত্র নেতা মুকেশ শর্মা, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সাহিত্যিক প্রভাত কিরণ মুখোপাধ্যায়, লেখিকা মিনতি নায়েক, শিক্ষক কাজী মহঃ ইয়াসিন, সাংবাদিক সেখ সামসুদ্দিন, পার্থসখা অধিকারী, সুফি রফিক উল ইসলাম, নূর আহমেদ, লেখক স্বদেশ মজুমদার, শুভাষিস মল্লিক, সেখ আব্দুল হামিদ, আনসার সাহেবের মা, স্ত্রী আঞ্জুমনোয়ারা আনসারী, পুত্র আনোয়ার আলি, পুত্রবধূ ব্রততী, সহ পরিবার পরিজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আনসার সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ প্রদান ও নিরবতা পালনের মধ্য দিয়ে কার্যসূচী শুরু হয়। সঞ্চালক হামিদ সাহেব হৃদয় ছোঁয়া স্বরচিত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। পরে উপস্থিত সকলে স্মৃতিচারণা, কবিতা পাঠ, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন। পরিবারের পক্ষ হতে পত্রিকা প্রকাশ ও নজরুল উৎসব সবই চলবে ঘোষণা করা হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER