সোমবার, মে ০৬, ২০১৯

কাটোয়া শহরের বুকে শ্যাবল দিয়ে জামাই খুন

মোল্লা  জসিমউদ্দিন ,

রবিবার দুপুরে কাটোয়া শহরে এক যুবককে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মিরাজ শেখ (৩০)। নিহতের  বাড়ি কাটোয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেশিয়া মাদ্রাসা পাড়া এলাকায়। মৃতের পরিবারের লোকজনের দাবি , শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে গিয়ে খুন করে। এলাকায় খুনের পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় ভ্যান চালক মিরাজ শেখের শ্বশুরবাড়ি ওই ওয়ার্ডেই কেশিয়া দরগাতলা মল্লিকপাড়া এলাকায়। এদিন দুপুরে মিরাজ  তার শ্বশুরবাড়িতে ছেলে মেয়েদের জন্য খাবার  কিনে দিতে গিয়েছিল। অভিযোগ, তারপরেই মিরাজের কয়েকজন মামাশ্বশুর শাবল দিয়ে মিরাজকে পিটিয়ে মেরে তারাই  আবার গুরতর জখন অবস্থায়  কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে দিয়ে পালিয়ে যায়। এরপর পুরো  ঘটনা প্রকাশ্যে আসতেই  এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। তারপর কাটোয়ার এসডিপিও ত্রিদিব সরকারের নেতৃত্বে পুলিস বাহিনী এলাকায় গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।এলাকা সুত্রে প্রকাশ , দশ বছর আগে মিরাজের সঙ্গে বিয়ে হয়েছিল আফরোজা বিবির। স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়েই মিরাজের সংসার চলছিল। কয়েকমাস আগেই মিরাজের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা বিবির ঝগড়া  শুরু হয়। সম্প্রতি  স্ত্রী আফরোজা বিবি তাঁর তিন ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করে দেয়। এদিকে পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আবার বেশ কয়েক জায়গায় ধারাল অস্ত্রের কোপানোর দাগ রয়েছে। তবে এদিন সন্ধ্যে পর্যন্ত কাটোয়া থানায় এ নিয়ে কারও বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগদায়ের না করলেও পুলিস তদন্ত শুরু করেছে। অভিযুক্তেরা ঘটনার পর থেকেই বেপাত্তা। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।      

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER