বুধবার, মে ১৫, ২০১৯

আর্থিক কেলেংকারী কাটোয়ার এক ব্যাংকে?

মোল্লা  জসিমউদ্দিন ,

সর্ষের মধ্যেই ভূত রয়েছে! হ্যা কাটোয়া শহরে এক বেসরকারি ব্যাংকে কোটি টাকার আর্থিক কেলেংকারী করে বেপাত্তা সদ্য প্রাক্তন ডেপুটি ম্যানেজার। দুর্নীতির বিষয় প্রকাশ্যে আসতেই শয়ে শয়ে গ্রাহক ক্ষোভ দেখাচ্ছেন ব্যাংকের অন্দরে - বাইরে। কাটোয়া শহরে এক বেসরকারি ব্যাংকে কার্তিকচন্দ্র ভদ্র , কল্পনা সাধু প্রমুখ গ্রাহকেরা অভিযোগ তুলে জানান - "গত কয়েক মাস পূর্বে আমরা এই ব্যাংকে ক্যারেন্ট একাউন্ট, ফিক্সড  ডিপোজিট, রেকারিং করেছি, আমাদের রশিদও দেওয়া হয়েছে। অর্থ জমা পরবর্তী সময়ে ব্যাংকে এসে জানতে পারি ব্যাংকের ওই রশিদগুলি জাল"।ব্যাংক সুত্রে প্রকাশ, গত দুমাস আগে কাটোয়া শাখার ডেপুটি ম্যানেজার সুশান্ত কর্মকার বদলী হয়ে গেছেন, তার সময়ে এই গুলি ঘটেছে। বিষয়টি ব্যাংকের প্রধান শাখা সহ জেলার প্রশাসনিক কর্তা কে অবগত করানো হয়েছে।  অভিযুক্ত ডেপুটি ম্যানেজার এর সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি। গত সোমবার ও আজ অর্থাৎ মঙ্গলবার প্রতারিত গ্রাহকরা এসেছিলেন কাটোয়ার এই বেসরকারি ব্যাংকে অভিযোগ জানাতে। কেউ কেউ বলছেন, এই বিশাল আর্থিক কেলেংকারী টি  ওই অভিযুক্ত ডেপুটি ম্যানেজারের পক্ষে একা সম্ভব হয়নি। ব্যাংকে আরও অনেকেই যুক্ত থাকতে পারে। কাটোয়া থানার পুলিশ অবশ্য এই ঘটনার উপর নজর রাখছে বলে জানা গেছে।                                                                     

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER