সোমবার, মে ০৬, ২০১৯

স্ত্রীর পরিবার হামলা চালালো স্বামীর বাড়ীতে

মোল্লা  জসিমউদ্দিন ,

কেতুগ্রামে স্বামীর ঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এলাকায় তীব্র চাঞ্চল্য।শ্বশুরবাড়িতে বাপের বাড়ির লোকজন নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক গৃহবধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলের দিকে কেতুগ্রামে কান্দরা কলেজ পাড়ায়।আরো অভিযোগ যে ওই বধুর শশুর কে লক্ষ্য করে দু রাউন্ড  গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন শশুর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বধু সহ তার বাপের বাড়ির লোকজনকে ( সাতজন) পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।কেতুগ্রাম থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে -  কেতুগ্রাম থানার কান্দরা কলেজ পাড়ার বাসিন্দা শিশির  মাঝির বাড়িতে আচমকা তাণ্ডব চালায় তার বৌমা ও তার দলবল । অভিযোগ,  বাড়িতে ঢুকেই বধুর বাবা মা ও দুই কাকা সহ আরো কয়েকজন জামাইয়ের বাড়িতে ভাঙচুর চালায় জিনিসপত্র লন্ডভন্ড করে দেয়। বাড়ির বাইরে থাকা স্বামীর চার চাকা গাড়িটি ও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে বধুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে।বধুর এক কাকা আগ্নেয়াস্ত্র নিয়ে এই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনার কথা জামাইয়ের বাড়ির লোকজনের তরফ থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় বধুর লোকজনদের বিরুদ্ধে।

কেতুগ্রাম থানার পুলিশ কে শিশির মাঝি জানিয়েছেন,  প্রায় পাঁচমাস আগে তার ছেলে বুদ্ধদেব মাঝি বীরভূম জেলার লাভপুর থানার থিবা গ্রামে বিয়ে হয়।অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে নানা কারণে ছেলের অশান্তি চলছিল। হঠাৎ করেই বধু তার বাবা-মায়ের সাথে করে তাদের বাড়িতে আসে এবং হামলা চালায় এমনকি পিস্তল দিয়ে গুলি ও করা হয় তাকে লক্ষ্য করে কিন্তু অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে আসেন এবং  বউমা সহ তার বাড়ির লোকজনদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ইতিমধ্যে কেতুগ্রাম থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য।শনিবার কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে হামলার ঘটনায় জড়িত সাতজন কে পেশ করা হলে নববধূ ও তার মা কে শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারক। সেইসাথে বধূর কাকা কে তিনদিনের পুলিশি হেফাজত এবং বাকিদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কেতুগ্রাম থানার পুলিশ এই ঘটনায় সেভেন এমএমের পিস্তল সহ চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ধৃতদের কাছ থেকে।                      

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER