বুধবার, মে ১৫, ২০১৯

দুজন মারা পড়লো ভাতারে পথদুর্ঘটনায়

আমিরুল  ইসলাম ,

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বেলেন্ডা বাসস্ট্যান্ডের কাছে ভয়াবহ পথদুর্ঘটনায় মারা গেলো দুইজন আদিবাসী যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে খবর ভাতার গ্রাম পঞ্চায়েতের বেলেন্ডা গ্রামের দুই আদিবাসী কিশোর যাদের নাম রাজু কোঁড়া, বয়স 21 বছর ও মাখন কোঁড়া বয়স 17 এদের দুজনেরই বাড়ি বেলেন্ডা গ্রামের কোঁড়া পাড়ায়। মাখন কোঁড়া এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র সে বলরামপুরের একটি মিশনের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছে বেড়াতে। আজ সকাল 10 টায় তার মামাতো ভাই রাজু কোঁড়ার সঙ্গে ভাতার বাজার যাবে বলে বাড়ি থেকে বের হয় মোটরসাইকেল নিয়ে।রাজু কোঁড়া বিবাহিত, তার বিয়ে হয়েছে 1 বছর। তার স্ত্রী রিতা কোঁড়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

ভাতার বাজারে কাজ সেরে , বাড়ি ফেরার সময় বেলেন্ডা গ্রামের বাসস্ট্যান্ডে তারা একটু দাঁড়ায়। এমন সময় বর্ধমান - কাটোয়া রোডে কাটোয়া থেকে বর্ধমান অভিমুখে যাওয়া একটি 10 টাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় রাজু কোঁড়া। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ভাতার হসপিটাল নিয়ে যায় হসপিটালের ডাক্তারবাবুরা দুজনকে মৃত বলে ঘোষণা করে ।

এই খবর গ্রামে আসা মাত্রই শোকের ছায়া নেমে আসে বেলেন্ডা গ্রামে। ভাতার  থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ।ঘাতক লরিটাকে আটক করেছে ভাতার থানার পুলিশ। পাশাপাশি ওই গাড়িতে থাকা এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছেন  পোস্টমাডাম এর জন্য ।সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে গ্রামে শোকের ছায়া নেমেছে ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER