আমিরুল ইসলাম ,
মঙ্গলকোটের ক্ষীরোগ্রামে মা যোগাদ্যা পূজা হল মহা ধুমধামে।
51 পিঠের এক পিঠ রয়েছে মঙ্গলকোটের ক্ষীরগ্রাম। প্রতি বছর 31 শে বৈশাখ ভোর চারটার সময় মা যোগাদ্যা ক্ষীর পুকুর থেকে উঠে মায়ের মন্দিরে আসে। সারাদিন ধরে চলে পূজা পাঠ এর পর পহেলা জ্যৈষ্ঠ ভোর চারটের সময় পুনরায় ক্ষীর পুকুরের মন্দিরে ফিরে যায়। তারপর ফের চৌঠা জ্যৈষ্ঠ বৈকাল চারটে সময় পুনরায় মন্দিরে আসেন মা। তারপর চলে পুজোপাঠ পুনরায় গভীর রাত্রে ফিরে ফিরে যায় ক্ষীর পুকুরের মন্দিরে। এই ভাবেই কয়েক হাজার বছর ধরে হয়ে আসছে মা জগদ্ধাত্রী পুজো। এই পূজা উপলক্ষে 10 দিন ধরে বসে মেলা ।পাশাপাশি নানান ধর্মীয় অনুষ্ঠান হয়।এবছর প্রায় কুড়ি হাজার ভক্ত এসেছেন মায়ের পূজা দিতে।