আমিরুল ইসলাম ,
ভাতারের খুরুল গ্রামে বিজেপির বিজয় মিছিল।বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়া জয়লাভ করেছেন।তাই ভাতার ব্লকেরখুরুল গ্রামে আজ সকালে বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়া সমর্থনে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই ভাতারে খুরুল গ্রামের বিজেপির বিজয় মিছিল। অবশ্য খুরুল গ্রামের বিজেপির দলীয় কর্মীরা জানিয়েছেন গ্রামে শান্তি বজায় রাখার জন্য তারা এই বিজয় মিছিল বা বিজয় উৎসব তারা পালন করছে।
আজ সকালে খুরুল বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এই বিজয় মিছিল গোটা গ্রাম ঘুরে শেষ হয় খুরুল বাসস্ট্যান্ডে।
কয়েকশো বিজেপি কর্মী সমর্থক আজকের এই মিছিলে পা মিলানো।গ্রামের পথচলতি মানুষদের কে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি গেরুয়া আবীরে গ্রামের বিজিপি কর্মী সমর্থকদের কে রাঙ্গিয়ে তুলে।শান্তিপূর্ণভাবে শেষ হয় বিজয় মিছিল।