সোমবার, অক্টোবর ২৮, ২০১৯

সারেঙ্গাতে বস্ত্রবিলি হল

সাধন মন্ডল  

কালী পুজো উপলক্ষে জঙ্গলমহলের সারেঙ্গা নামো বাজারের বন্দোপাধ্যায় পরিবারের কালীপুজো তিনশো দুই বছরে পদার্পণ করল। বন্দোপাধ্যায় পরিবারের বর্তমান জ্যোতিষ স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর উজ্জ্বল কান্তি সিদ্ধান্ত শাস্ত্রী ও তার সহধর্মিণী মিলে আজ এক বস্ত্রদান শিবিরের আয়োজন করেছিলেন সারেঙ্গায় তাদের বসতবাড়িতে। উজ্জ্বল বাবু দীর্ঘদিন জ্যোতিষ চর্চা নিয়ে অধ্যয়ন করেছেন বর্তমানে জ্যোতিষ চর্চা করেন। আজ বস্ত্রদান উৎসবে দুশোর বেশি দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বন্দ্যোপাধ্যায় পরিবার। তাদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে খুশি বন্দোপাধ্যায় দম্পতি। উজ্জ্বল বাবুর স্ত্রী মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের দীর্ঘদিনের ইচ্ছা আমরা গরিব মানুষের সেবা করব তাই অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা দুস্থ মানুষদের নতুন বস্ত্র ও আজকে দুপুরের অন্ন তাদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত। আজ দুপুরের মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করলেন প্রায় পাঁচ হাজার মানুষ। মানুষের সেবা কাজে নিজেদের নিয়োজিত করতে পেরে আমরা আজ খুশি মা কালীর কাছে কামনা করি যেন আমরা এভাবেই চলতে পারি। এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER