বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

নির্মল বাংলায় আদি গঙ্গা হয়েছে হাইড্রেন

মোল্লা জসিমউদ্দিন টিপু  

আদি গঙ্গা না হাইড্রেন?  দেখলে মনে হতেই পারে এটা সবচেয়ে বড় নিকাশিনালা। তবে কলকাতার কালিঘাট মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে আদি গঙ্গা। এখনো মন্দিরের দর্শনার্থীরা এলে এই আদি গঙ্গার ঘাটে আসেন। পুজোও দেন ঘাটে। আদি গঙ্গা টি খিদিরপুর থেকে বয়ে এসেছে। এলাকাবাসীরা জানান - "আদি গঙ্গা কে অনেকেই আবার 'টালি নালা' বলে থাকেন, বৃটিশ আমলে টালি নামে এক ইংরেজ সাহেব এই মজে যাওয়া আদি গঙ্গাটি সংস্কার করেছিলেন।  তাই আদি গঙ্গা কে টালি নালাও বলে অনেকে"। বর্তমানে কালিঘাট সহ বিভিন্ন এলাকার ড্রেনের অভিমুখ এই আদি গঙ্গাতে জুড়ে দেওয়া হয়েছে। তাই আদি গঙ্গা কে দেখলে ভাবতেই পারেন এটি কোনো হাইড্রেন।কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান কিংবা রাজ্য সরকারের  নির্মল বাংলা কর্মসূচি কতটা ফিকে তা কালিঘাটের আদি গঙ্গা দর্শন করলেই বোঝা যায়!                          

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER