রবিবার, অক্টোবর ২০, ২০১৯

ঢোলাহাটে যুবকের পুকুরে দেহ উদ্ধার

পুকুরে স্নান করতে নেবে  ১৮ বছরের যুবকের সলিল সমাধি। 

সৃজনশীল  দক্ষিণ ২৪ পরগনা।

স্থানীয় সূত্রে জানা যায় ঢোলাহাট থানার রাম গোপাল পুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্র নগর বাড়ি হরেন মন্ডলের একমাত্র ছেলে  উত্তম মন্ডল (১৮) আজ দুপুরে স্থানিয় পুকুরে স্নান করতে যায়। কিন্তু পুকুর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে য়ায়। দীর্ঘক্ষণ বাড়িতে যাচ্ছে না দেখে বাবা এবং বাড়ির লোক এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে পুকুর ঘাটে গিয়ে দেখে, মৃত যুবকের নিয়ে যাওয়া গামছা পুকুরে ফেলা বাঁশের উপরে আটকে আছে তখনই তারা পুকুরে তল্লাশি চালাতে থাকে। এমনকি পুকুরে জাল টানা শুরু হয়। বৈকাল সাড়ে তিনটে নাগাদ মৃতদেহ জালে উঠে আসে। মৃত যুবকের বাবার কাছ থেকে জানা যায় সাঁতার জানত না উত্তম। প্রতিদিনের ন্যায় পুকুরে বসেই স্নান করছিল কিন্তু কিভাবে পুকুরে তলিয়ে গেলেও পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়। খবর যায় ঢোলাহাট থানায় পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পাঠিয়েছে এই নিয়ে এলাকায় শোকের ছায়া।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER