রবিবার, অক্টোবর ২০, ২০১৯

শোভাবাজারের পথশিশু দের বিজয়া সম্মিলনী আয়োজন করলো 'সু সম্পর্ক '

গোপাল দেবনাথ  



রবিবার দুপুরে শোভাবাজার রেড লাইট এলাকায় 'সু সম্পর্ক' নামে এক সমাজসেবী সংগঠনের উদ্যোগ   প্রায় দুশোর মত পথশিশুর  হাতে মিষ্টির প্যাকেট এবং খাবার তুলে দিয়ে পালন করা হলো বিজয়া  সম্মিলনী উৎসব। এই  কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিবেকানন্দ মিশ্রা, কলকাতা হাইকোর্টের দুই আইনজীবী  ভিষক ভট্টাচার্য্য ও রুচিরা চ্যাটার্জি, ঊষা মৃধা,শুভঙ্কর গাঙ্গুলী, রমেশ নাথ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুসম্পর্কের এর সম্পাদক  অরবিন্দ সিংহ ,অঞ্জনা কুমির, শোভন ভট্টাচার্য ও ইন্দ্রনীল রায়।পথশিশুরা এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে  খুশি বলে জানিয়েছে তাদের অভিভাবকরা ।এই মহতি প্রয়াসের মিডিয়া পার্টনার বাংলার খবরাখবর নিউজ পোর্টাল       

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER