বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

আবার রাজ্যসরকার পিছু হটলো, হাইকোর্টের নির্দেশে পদে ফিরলেন সাংসদ অর্জুন সিং

মোল্লা জসিমউদ্দিন  

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিজেপি সাংসদ অর্জুন সিং এর কো অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান পদে থাকা নিয়ে মামলা উঠে। বিজেপি সাংসদ অর্জুন সিংকে ভাটপাড়ার কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদে পূর্ণবহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ এই  নির্দেশ টি দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গল বেঞ্চ। অবিলম্বে প্রশাসক সরিয়ে সাংসদকে চেয়ারম্যান পদে পূর্ণবহালের নির্দেশ দিয়েছে উচ্চআদালত। আদালতের পর্যবেক্ষণ - কোন  কো অপারেটিভ ব্যাংকের বোর্ড ভাঙার রাজ্যের কোনও এক্তিয়ার নেই , যেখানে সরকারের কোনও অংশীদারিত্ব নেই। তাছাড়া কোনও আর্থিক সাহায্যও দেয়না সরকার'। হাইকোর্টে  সরকারপক্ষ দাবি করে - 'বোর্ডের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ছিল, সেকারণে বোর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সরকার'। তবে এই যুক্তি সন্তুষ্ট করতে পারেনি হাইকোর্ট কে। গত ১৪ মার্চ তৃণমূল ছেড়ে  বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। দলবদলের ৫ দিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ সরকার ওই ব্যাংকের বোর্ড ভেঙে রাজ্য সরকার  মনোনীত প্রশাসক নিযুক্ত করে। এর বিরুদ্ধে ২৫ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন  অর্জুন সিং। ১৪ মার্চ বিজেপিতে যোগদানের পর আর্থিক দুর্নীতির অভিযোগ এনে এই কো অপারেটিভ ব্যাংকের বোর্ড ভেঙে দেয় প্রশাসন। সেখানে প্রশাসক নিয়োগ করা হয় রাজ্যের তরফে। বেশ কয়েকটি শুনানির পর আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় - ভাটপাড়া কো অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান পদেই থাকবেন অর্জুন সিং। রাজ্য সরকারের এইভাবে বোর্ড ভাঙ্গা বেআইনী তাও জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।                         

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER