বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

অন্যরকম বড়দিন পালনে মেমারি ফুড ক্লাব

সেখ সামসুদ্দিন
 
 আমীর - মধ্যবিত্ত বাড়িতে যেখানে বড় দিনে বড় বড় কেক কেটে আনন্দ করে, সেখানে দুঃস্থ পরিবারের  বাচ্চাগুলো পারে না" এই চিন্তা নিয়েই রৌনক প্রামাণিক এবং স্বাগতা বোস দুই কলেজ পড়ুয়া গত দুই বছর ধরে ২৫শে ডিসেম্বর মেমারির পিছিয়ে পড়া এলাকাগুলিতে গিয়ে বাচ্চাদের কেক চকলেট খাইয়ে আসেন। প্রচার বিমুখ মানসিকতা থাকলেও কিছু বেশি সংখ্যক বাচ্চাদের দেওয়ার জন্য "মেমারি ফুড ক্লাব" নামক ফেসবুক গ্রুপ তৈরি করে সেখান থেকে ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ অথবা সামগ্রী নিয়ে বাচ্চাদের মধ্যে তুলে দেন । আজ তারা ২০০ জনের অধিক বাচ্চাদের এই কেক চকলেট তুলে দেন । বাচ্চাদের মুখের হাসিই ওদের এই সামাজিক কাজের রসদ । আজকের প্রজন্মের স্যান্টাক্লজদের দেখে এলাকাবাসী খুশি তাই বেশকিছু মানুষও ওনাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছিলেন। উদ্যোগতারা জানিয়েছেন, এই কাজ প্রতি বছরই সাধ্যমত চালিয়ে এগিয়ে নিয়ে যাবেন ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER