মঙ্গলবার, ডিসেম্বর ০৩, ২০১৯

হাওড়ায় জেলা অফিসের সূচনা হল প্রগেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের

মোল্লা জসিমউদ্দিন  
 

হাওড়া জেলার প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন গুণীজন সংবর্ধনা মধ্য দিয়ে সম্প্রীতির আহ্বান জানিয়ে  সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন - "শিক্ষা চেতনা সেবা সম্প্রীতি ও মানব সেবায় অধিকার রক্ষায় এগিয়ে আসি আমরা সবাই এই স্লোগান নিয়ে সারা রাজ্যব্যাপী সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে এই সংগঠন।সম্প্রীতির বাংলাকে কালিমালিপ্ত করার জন্য যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে"। বিশিষ্ট সমাজসেবী  শম্ভুনাথ ঘোষ বলেন - "প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই সংগঠনের কাজ করুক আমরা পাশে আছি"। আজাদ একাডেমী চেয়ারম্যান আলহাজ্ব ডঃ আব্দুল মজিদ বলেন - "সমাজকে এগিয়ে নিয়ে আসতে হলে ভুল স্রোতে আনতে হলে শিক্ষাই হলো প্রধান কার্য।প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে শিক্ষার বিশেষ প্রয়োজন"। উপস্থিত ছিলেন সংগঠনের  জেলা কার্যকরী সভাপতি মোহাম্মদ হানিফ শেখ, বিশিষ্ট আইনজীবী শাহাবুদ্দিন সরদার, সংগঠনের রাজ্য সহ-সভাপতি এস কে নুর আলী , ইউসুফ লস্কর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সভাপতি ফাইজুল হাসান সরদার প্রমুখ।গত রবিবার এই অফিস টি উদ্বোধন ঘটে।    

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER