মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২০

দুস্থদের বস্ত্রবিলি মেমারির ১ নং ওয়ার্ডে

সেখ সামসুদ্দিন
 
 নির্বাচনী দামামা বাজিয়ে মেমারি পুরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলার সামসুল হক মির্জার উদ্যোগে ওয়ার্ড কমিটির সহযোগিতায় দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলারবৃন্দ, মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশিষ চক্রবর্তী, পুর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি ১ ব্লক যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, দক্ষিণ চব্বিশ পরগণা জেলা আইএনটিটিইউসি সভাপতি, ত্রিপরা প্রদেশ তৃণমূল সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠান মঞ্চ কার্যত পুরনির্বাচনী প্রচার মঞ্চ হয়ে যায়। অতিথিবৃন্দ বক্তব্যে বিজেপি সহ বিরোধী দলের কাজের সমালোচনা করার পাশাপাশি তৃণমূল সরকার ও পুরবোর্ডের কাজের খতিয়ান দিয়ে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সামসুল হক মির্জা জানান এদিন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ ৩০০ জনের হাতে কম্বল তুলে দেয়া হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER