মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২০

ভেজাল ঘি কান্ডের সিন্ডিকেট চালায় কারা? জানতে চায় পুলিশ

সানি প্রসাদ
 
মঙ্গলবার দুপুরে  ভেজাল ঘি কাণ্ডে ধৃত ভুনেশ্বর সাউ ও অনিল সাউকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়। আরও ভেজাল ঘি উদ্ধারের জন্য এবং কারবারে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতদের ৫ দিন হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার স্নেহময় চক্রবর্তী। ধৃতদের ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর আদেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।পুলিস জানিয়েছে, সোমবার দুপুরে দুবরাজদিঘির মালিরবাগান এলাকায় একটি ঘি তৈরির কারখানায় হানা দেওয়া হয়। কারখানা থেকে ২২৫ কেজি ঘি, ৪ হাজার ৭১৫ কেজি মিষ্টির গাদ, ৩টি টেম্পো, ইলেকট্রনিক ওজোন মেশিন প্রভৃতি উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে কারখানাটিতে ভেজাল ঘি তৈরি হচ্ছিল বলে দাবি পুলিসের। মিষ্টির গাদ এবং মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে ঘি তৈরি করা হচ্ছিল কারখানাটিতে।এতে চাঞ্চল্য দেখা যায় এলাকায়।     

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER