শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২০

বোরো ধান চাষ চলছে মঙ্গলকোটে

জ্যোতিপ্রকাশ মুখার্জি
  

  কৃষি প্রধান মঙ্গলকোটের কৃষকরা বছরের অধিকাংশ সময় কৃষিকাজে ব্যস্ত।সবে আমন ধান ঝাড়ানর কাজ শেষ করেছে। আলু তোলার সময় এগিয়ে আসছে।এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে বোরো ধান নিয়ে। যেহেতু সেচখালের মাধ্যমে জল পাওয়া যায়না,তাই ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়েছে বোরো চাষ। কোথাও দেখা যাচ্ছে ধান পোঁতার জন্য জমিতে জল দেওয়া হয়েছে,কোথাও বা বীজতলা থেকে ধান তুলে পোঁতা হচ্ছে।
     চাণক অঞ্চলের কৃষক রঘুনাথ পাল বললেন - যেহেতু বিকল্প কোনো ফসল চাষের ব্যবস্থা গড়ে ওঠেনি তাই আমরা ধান, আলু নিয়েই ব্যস্ত থাকি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER