ওয়াসিম বারি
জাতির জনক মহাত্মা গাঁধীর মৃত্যুদিন ।এই উপলক্ষে হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের চেঙ্গাইল স্টেশনের কাছে তূনমুল কংগ্রেসের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক সভা হয়।উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি বলেন, মহাত্মা গাঁধী ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক তাঁর আদর্শ ও অবদানের কথা আরও বেশি বেশি করে মানুষের মনে ছড়িয়ে দিতে হবে ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতি বেনুকুমার সেন,তৃণমূল কংগ্রেস যুব সভাপতি কাউন্সিলর বাদশা মিদ্দে, কাউন্সিলার মহঃ সেলিম, সমাজসেবী আতিবর রহমান, শুক্লা ঘোষ প্রমুখ ।