বুধবার, জানুয়ারী ২৯, ২০২০

ওড়িশায় ক্যারাটে প্রতিযোগিতায় সফল পূর্ব বর্ধমান



ইস্ট ইন্ডিয়া কারাতে এসোসিয়েশন -এর পরিচালনায় গত ২৪ই & ২৫ই  জানুয়ারী, ২০২০ তারিখে ওডিশা এর ভূবনেশ্বরের উৎকল কারাতে স্কুল এ “১ম ইস্ট ইন্ডিয়া কারাতে চ্যাম্পিয়নশিপ - ২০২০” অনুষ্ঠিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়ার ৫ টি রাজ্যের প্রায় ৫০০ কারাতেকা এখানে অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার ২ জন অংশগ্রহণকারী,  ইশানী গুপ্ত এবং শ্রেয়সী ঘোষ পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে এবং মোট ১ টি পদক (১ ব্রোঞ্জ) লাভ করে।
পদক বিজয়ীর নাম নীচে দেওয়া হল।
১.   ইশানী গুপ্তা      ব্রোঞ্জ -   ১০ বছরের +৩০ কেজি বালিকা কুমিতে বিভাগ 
এছাড়া, শ্রেয়সী ঘোষ ১০ বছরের বালিকা কাতা বিভাগে ভাল খেলে কিন্তু দুর্ভাগ্যক্রমে ৫ম স্থান অর্জন করে।
   
শিহান দেবাশিস কুমার মন্ডল 
(সাধারণ সম্পাদক :: বর্ধমান কারাতে-ডো অ্যাসোসিয়েশন)

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER